muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

‘স্বর্গে তোমাকে আলিঙ্গন করব ম্যারাডোনা’

সাতদিনের বেশি পেরিয়ে গেছে ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর। গত সপ্তাহের বুধবার (২৫ নভেম্বর) রাতে হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের মহানায়ক ম্যারাডোনা। তার মৃত্যুর শোক এখনও ভুলতে পারছেন না চির প্রতিদ্বন্দ্বী পেলে।

চলতি সপ্তাহের বুধবার (২ ডিসেম্বর) স্মৃতিচারণ করেছেন ম্যারাডোনার। একইসঙ্গে আক্ষেপ প্রকাশ করেছেন সারাজীবন শুধুই তুলনার মধ্যে কাটিয়ে দেয়ায়। পেলের মতে, তারা যদি একে অপরের সঙ্গে তুলনার বদলে শ্রদ্ধা করতেন তাহলে পৃথিবী আরও সুন্দর থাকত। ম্যারাডোনাকে অতুলনীয় হিসেবে উল্লেখ করেছেন পেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ম্যারাডোনার সঙ্গে বেশ কয়েকটি ছবি আপলোড করে পেলে লিখেছেন, ‘আজ সাত দিন হলো তুমি চলে গেছ। অনেক মানুষ সারাজীবন শুধু আমাদের মধ্যে তুলনা করতে ভালোবাসে। তুমি এমন একজন ছিলে, যে নিজের প্রতিভা দিয়ে সারা বিশ্বকে করেছে। বল পায়ে তুমি একজন জাদুকর। একজন সত্যিকারের কিংবদন্তি।’‘সর্বোপরি, আমার জন্য তুমি সবসময় একজন মহান বন্ধু হয়ে থাকবে, একটি আরও বড় হৃদয় নিয়ে। আজ আমি জানি, পৃথিবী আরও অনেক সুন্দর হতো, যদি আমরা একে অপরকে কম তুলনা করে, বেশি শ্রদ্ধা করতে পারতাম। তাই আমি আজ বলতে চাই, তুমি অতুলনীয়।’

‘সততা দ্বারা তোমার জীবনের গতিপথ নির্ধারিত হয়েছে। তোমার অনন্য এবং বিশেষ উপায়ে, আমাদের শিখিয়েছ যে সবাইকে ভালবাসতে হবে এবং বলতে হবে, আমি তোমাকে অনেক বেশি ভালবাসি। তুমি দ্রুত চলে যাওয়া আমি বলতে পারিনি। তাই আমি শুধু লিখে যাব, আমি তোমাকে ভালোবাসি, দিয়েগো।’

‘আমার মহান বন্ধু, আমাদের পুরো যাত্রার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। একদিন স্বর্গে একই দলে একসাথে খেলব। আর তখনই প্রথমবারের মতো আমি গোল উদযাপন না করে মাঠে দাঁড়িয়ে হাওয়ায় মুষ্ঠি তুলব। এটা হবে কারণ আমি অবশেষে তোমাকে আবার আলিঙ্গন করতে পারব।’

এর আগে ম্যারাডোনার মৃত্যুর দিন সংক্ষিপ্ত বার্তায় পেলে লিখেছিলেন, ‘কী দুঃখের একটা খবর! আমি সত্যিকারের একটা বন্ধু হারালাম, বিশ্ব হারাল এক কিংবদন্তিকে। তার ব্যাপারে বলার শেষ নেই। তবে এখন শুধু বলব, ঈশ্বর তার পরিবারকে শক্তি। আশা করি, একদিন আমরা ওপরে একসঙ্গে ফুটবল খেলব।’

Tags: