muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু- জাতীয় পার্টি বিএনপি’র মত হতে চায়না

Synk- Chunnu (State Minister)[(000027)14-52-49]

রুমন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার : বিরোধী দল হিসেবে বিএনপি’র তীব্র সমালোচনা করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রি মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রকৃত বিরোধী দল বলতে যদি বুঝায় সংসদে গিয়ে মারামারি করা, সরকারকে গালাগালি করা, লাগাতার সংসদ বর্জন করা- তবে এ ধরনের বিরোধী দল আমরা হতে চাইনা।

আমরা চাই সংসদে ভাল পরিবেশ বজায় থাকবে, সরকার ভাল করতে আমরা সহযোগিতা করব আর সরকার যদি জনস্বার্থ বিরোধী কাজ করে সেক্ষেত্রে আমরা প্রতিবাদ করব।
এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রি খালেদা জিয়ার উদাহরণ টেনে তিনি বলেন, যে বিরোধীদলীয় নেতা ৫ বছরের মধ্যে ১০দিন সংসদে উপস্থিত থাকেন এরকম বিরোধীদল আমরা হতে চাইনা।

Synk- Chunnu (State Minister)[(000366)14-53-15]
মুজিবুল হক চুন্নু আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারী কলেজ মিলনায়তনে মাদক বিরোধী প্রচার কার্যক্রমে শেষ দিনে আয়োজিত এক সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখছিলেন। সভা শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মন্ত্রিসভা ছাড়ার ব্যাপারে জাতীয় পার্টির সিদ্ধান্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি এখনও মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার দলীয় সিদ্ধান্ত নেয়নি। আগামীকাল দলের প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হবে। দলের প্রেসিডিয়াম ও সংসদীয় বোর্ড যে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা এটা মেনে নিব। তবে আপাতত এ ধরণের কোন সম্ভাবনা নাই।
মন্ত্রিসভায় থাকার কারণে জাতীয় পার্টির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা মনে হয় এতে করে আমরা সরকারী যে সুযোগ সুবিধা পাচ্ছি তাতে দলকে সুসংগঠিত করা সম্ভব হচ্ছে।
মন্ত্রিসভায় জাতীয় পার্টির সংখ্যা বৃদ্ধির দাবি করছেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ব্যাপার।
এর আগে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদক বিরোধী মাসব্যাপী প্রচারণার শেষ দিনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ’র সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ রাম চন্দ্র রায় ও কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/৩০-০১-২০১৬ইং/ অর্থ

Tags: