muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

গোপনে চলছিলো কোচিং সেন্টার, পড়ানো হচ্ছিলো গাদাগাদি করে

সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চলছিলো। ছিলো না কোনো স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। গাদাগাদি করে শিক্ষার্থীদের একত্রে পড়ানো হচ্ছিলো।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে এ ধরণের দুইটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কোচিং সেন্টারগুলোর কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

কিশোরগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উবায়দুর রহমান সাহেল জানান, শহরে আমরা বেশ কিছুদিন থেকে অবজারভেশন করছি সরকারি নির্দেশনা অমান্য করে বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষা কার্যক্রম চলছে। যেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। যা অত্যন্ত স্বাস্থ্যঝুকিপূর্ন। এমন অবজারভেশনের ভিত্তিতে সকালে সাইন্স রেডিয়েন্ট প্রোগ্রাম ও কনফিডেন্স কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করি। এসময় ওই দুইটি কোচিং সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Tags: