কিশোরগঞ্জের বাজিতপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের কার্যালয়ের লাইসেন্স ছাড়াই চলছিল মেসার্স নিউ কাদরী ব্রিকস, মেসার্স মামুন ব্রিকস এবং দি হেলেনা ব্রিকস ফিল্ড নামে তিনটি ইটভাটা।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামান।
এ সময় তিনটি অবৈধ ইটভাটাকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেন তিনি। এর মধ্যে মেসার্স নিউ কাদরী ব্রিকসকে এক লাখ টাকা, মেসার্স মামুন ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং দি হেলেনা ব্রিকস ফিল্ডকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক কাজী সুমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন।