muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ঢাকা-থিম্পু যৌথ প্রয়াস চালানোর আহ্বান রাষ্ট্রপতির

Abdul hamid
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

ভুটানের জাতীয় পরিষদের স্পিকার জিগমে জাংপো আজ এখানে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে জানান, রাষ্ট্রপতি ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি বিশেষ করে পর্যটন খাতে যৌথ প্রয়াস চালানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিরাজ করছে। তিনি বলেন, ভুটানে উদ্বৃত্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে এবং ভুটান যদি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে তাহলে উভয় দেশ লাভবান হতে পারে।
রাষ্ট্রপতি বলেন, ভুটান তাদের ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির জন্য মংলা বন্দর ব্যবহার করতে পারে।
জিগমে জাংপো ভুটানের পার্লামেন্টের কাঠামো ও কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
ভুটানের স্পিকার আর্থ-সামাজিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে সাফল্যের জন্য বাংলাদেশর প্রশংসা করেন।
পরে, সশস্ত্র বাহিনী বিভাগে নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে: জেনারেল মো. মাহফুজুর রহমান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, পিএসও সশস্ত্র বাহিনীর উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। জেনারেল রহমান তার দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

Tags: