আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দশকসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। দলটির অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়েছে ভারতের মহেন্দ্র সিং ধোনিকে।
রবিবার দুপুরে আইসিসি তাদের টুইটারে দলটির নাম প্রকাশ করে। সেখানে ভারত থেকে আছেন আরও দুই জন-বিরাট কোহলি এবং রোহিত শর্মা।
অস্ট্রেলিয়া থেকে দুই জন। ওপেনার ডেভিড ওয়ার্নার এবং মিশেল স্টার্ক।
একাধিক খেলোয়াড় আছেন আর কেবল দক্ষিণ আফ্রিকা থেকে। এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ঠাঁই পেয়েছেন স্পিনার ইমরান তাহির।
ইংল্যান্ড দল থেকে প্রত্যাশিতভাবে জায়গা হয়েছে বিশ্বকাপের নায়ক বেন স্টোকসের।
নিউজিল্যান্ড থেকে আছেন ট্রেন্ট বোল্ট। শ্রীলঙ্কা থেকে লাসিথ মালিঙ্গা।
পূর্ণাঙ্গ একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, এমএস ধোনি, বেন স্টোকস, মিশেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির এবং লাসিথ মালিঙ্গা।