ভোটার কার্ডে সালমান খানের ছবি! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ঘটনা ভারতের হায়দরাবাদ চারমিনার ডিভিশনের গৌলিপুরা কেন্দ্রের।
শুধু ছবিই নয়, ভোটার কার্ডের নামের জায়গাতেও রয়েছে সালমান খানের নাম। হুবহু মিলে গেছে বাবার নামও। সেলিম খান। তবে সল্লু মিঞার বয়সের সঙ্গে মেলেনি কার্ডে উল্লিখিত বয়স। সল্লু ভাই এখন ৫০-এ। ভোটার কার্ডে বয়স ৬৪।
আজ ছিল গ্রেটার হায়দরাবাদের পৌর নির্বাচন। সেখানেই সময়মতো নিজের কার্ডটি নিয়ে ভোট দিতে যান ভোটার। কার্ডের ছবি দেখে তখন চোখ কপালে উঠেছে ভোটকর্মীদের! ভোট দিতে দেওয়া হয়নি ওই ভোটারকে।
তবে এ হেন অবস্থার জন্য কমিশনের ঘাড়েই দোষ চাপিয়েছেন ভোটাররা। সৈয়দ হায়দার নামে এক ভোটারের অভিযোগ, এই অঞ্চলের প্রকৃত ভোটারদের পরিচয়পত্রই দেওয়া হয়নি। অনেককে আবার কোনও নোটিস না দিয়েই তালিকা থেকে তাদের নাম তুলে দেওয়া হয়েছে।