কয়েক বছর ধরে রোমান্টিক অভিনেতা হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তাহসান খান। অভিনয়ের আগে অবশ্য গান গেয়েই ভক্তদের হৃদয় জয় করেছিলেন তাহসান।
এতদিন ভালোবাসা দিবসে দর্শক তাহসানকে বিভিন্ন চ্যানেলে প্রচারিত নাটকে দেখতে পেয়েছেন। কিন্তু এবার ইউটিউবে প্রথমবারের মতো ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে তাহসানের নাটক। নাটকের নাম ‘তাই তোমাকে’। এটি পরিচালনা করবেন মিজানুর রহমান আরিয়ান। এর আগে বাংলাদেশে ইউটিউবের জন্য কোনো নাটক নির্মাণ করা হয়নি। তাই নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তাহসান খান ও নাটকের পরিচালক আরিয়ান।
তাহসান বলেন, ‘ইউটিউবের জন্য প্রথম নাটকে অভিনয় করতে যাচ্ছি। নাটকটি প্রচারের পর বোঝা যাবে, দর্শক কীভাবে নাটকটি গ্রহণ করবেন। এর আগে মন্তব্য করা মুশকিল। তবে আশা করছি, সবকিছু ভালো হবে।’
এদিকে কীভাবে ইউটিউবে নাটক নির্মাণের প্রস্তাব পেয়েছেন—জানতে চাইলে আরিয়ান বলেন, ‘প্রযোজনা সংস্থা কাইনেটিক নেটওয়ার্কের জুয়েল মোর্শেদ আমাকে নাটকটি করার প্রস্তাব দেন। তাঁর মাধ্যমে ইউটিউবে নাটক বানানোর প্রস্তাব পেয়েছি আমি ও তাহসান ভাই। প্রস্তাব দেওয়ার সময় তিনি বলেছিলেন, গত বছর ইউটিউবে নাটক দেখার জন্য দর্শক রোমান্টিক পরিচালক হিসেবে আমার ও অভিনেতা হিসেবে তাহসান খানের নাম বেশি সার্চ দিয়েছিলেন। তাই তাঁরা এ প্রস্তাব আমাদের দিয়েছেন। আমরাও খুশিমনে তাঁদের প্রস্তাব গ্রহণ করেছি। নাটকটিতে তাহসান ভাইয়ের বিপরীতে অভিনয় করবেন সুজানা জাফর ও র্যাম্প মডেল হীরা।’
নাটকটির শুটিং ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানান আরিয়ান। টানা তিন দিন রাজধানীর বসুন্ধরা এলাকায় নাটকটির শুটিং চলবে।
আরিয়ান আরো বলেন, ‘নাটকটি বানাতে বসুন্ধরার আবাসিক এলাকার একটি খালি ফ্ল্যাটে বিশেষভাবে একটি সেট তৈরি করা হবে। সেট বানানোর সব প্রস্তুতি নিচ্ছি আমরা। আর নাটকটি চলাকালীন ইউটিউবে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না। তাই আশা করছি, দর্শক নাটকটি আরাম করে ইউটিউবে দেখতে পাবেন। ১৪ ফেব্রুয়ারি নাটকটি কখন প্রচারিত হবে, সে সময় এখনো নির্ধারিত হয়নি।’
এদিকে, নাটকটিতে তাহসানের গাওয়া একটি গানও থাকবে। গানের শিরোনাম ‘ভালোবাসার মানে’। মাকসুদ আলম রিফাতের লেখায় গানটির সুর করেছেন সাজিদ সরকার। এমনটিই জানালেন নাটকের পরিচালক আরিয়ান।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/03-02-2016/মইনুল হোসেন