কি সময় ছিল কোয়ার্টি কি-প্যাড। তার পর এল টাচ স্ক্রিন। খুব বেশি দেরি নেই, টাচস্ক্রিনও হয়ে যাবে পুরনো। স্ক্রিনে আঙুল ঠেকাতেও হবে না, স্ক্রিনের উপরে আঙুলের চলন-বলন বুঝে নেবে আপনার ফোন আর টাইপ হয়ে যাবে আপনি যা লিখতে চাইছেন অথবা খুলে যাবে ফোল্ডার বা অ্যাপ।
কল্পবিজ্ঞান মনে হলেও এমনটাই ঘটতে চলেছে। সম্প্রতি মার্কিন পেটেন্ট অফিস থেকে স্বীকৃত হয়েছে অ্যাপেল-এর একটি বিশেষ প্রযুক্তির পেটেন্ট আবেদন। নতুন এই প্রযুক্তির নাম ‘প্রক্সিমিটি অ্যান্ড মাল্টিটাচ সেন্সর ডিটেকশন অ্যান্ড ডিমডিউলেশন’ টেকনোলজি।
ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন অ্যাপেল-এর প্রযুক্তিবিদেরা। জানা গিয়েছে, ইনফ্রারেড এলইডি এবং ফোটোডায়োডের মাধ্যমে শুধু আঙুল নয়, হাতের চেটো বা অন্য যে কোনও বস্তু যা স্ক্রিনের খুব কাছাকাছি থাকবে তাকে সনাক্ত করবে এই বিশেষ প্রযুক্তি। ঠিক যেমন করে এখন আইফোন সেটগুলি ইনফ্রারেড প্রক্সিমিটি মডিউলের মাধ্যমে হেড ডিটেকশন করে ঠিক তেমন করেই এই নতুন প্রযুক্তি বুঝে নেবে আঙুল কী বলতে চায়।
ব্যাপারটা অনেকটা হ্যারি পটারের জাদুকাঠি বোলানোর মতোই। তবে এমন অভিনব জিনিসটি হাতে পেতে গেলে একটু অপেক্ষা করতে হবে আপনাকে।