muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা, মার্চেও সম্ভাবনা নেই

অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতে হচ্ছে না। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী রবিবার দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন। মার্চেও মেলা আয়োজনের সম্ভাবনা নেই বলে বাংলা একাডেমি ও প্রকাশক সমিতি সূত্র জানায়।

ফেব্রুয়ারিতে না হলে কবে বইমেলা অনুষ্ঠিত হতে পারে এ প্রশ্নের জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, মার্চ-এপ্রিলে বইমেলা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারেও অনিশ্চয়তা এখনো কাটেনি।

হাবীবুল্লাহ সিরাজী বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে আজই (রবিবার) আমাকে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কারণে শারীরিক উপস্থিতিতে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন সম্ভব নয়। পরের মাসেও বইমেলা হবে কিনা সেটা নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।

তবে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক মনিরুল হক বলেন, আমরা সরকারের কাছে মার্চে মেলা আয়োজনের আবেদন জানিয়েছিলাম। আজ (রবিবার) পর্যন্ত এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। ফলে মার্চে মেলা আয়োজনের সিদ্ধান্ত হলেও আমাদের পক্ষ থেকে তাতে অংশগ্রহণের বাস্তবতা হয়তো থাকবে না। বইমেলায় অংশগ্রহণের প্রস্তুতি নিতে অন্তত দেড় মাস আগে আমাদের জানাতে হবে।

Tags: