muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

এবার বাংলাওয়াশের অপেক্ষায় বাংলাদেশ

bnj-4
ঢাকা: ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল বাংলাদেশের। সেবার ইমরান খানের দলের বিপক্ষে গাজী আশরাফ হোসেন লিপুর দলের লক্ষ্য ছিল পজিটিভ ক্রিকেট খেলা। ঠিক তার ২৯ বছর পর সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে মাশরাফি বাহিনী। পরপর দুটি ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ আগেই জিতে নিয়েছে স্বাগতিকরা। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাওয়াশের লক্ষ্যে নিয়েই মাঠে নামবে

মাশরাফি বিন মর্তুজার দল। পক্ষান্তরে পজিটিভ খেলার লক্ষ্যে মাঠে নামতে চায় বলে জানিয়েছেন পাকিস্তানের স্পিন কোচ মুস্তাক আহমেদ। ২৯ বছরের ব্যবধানে কতই না পার্থক্য দুই দলে।

১৬ বছর ধরে যাদের বিপক্ষে অপরাজেয় থাকার রেকর্ডটি তারা ধরে রেখেছিল। সেই বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে পাকিস্তান। সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরে উল্টো চাপে থাকা অতিথি দলটি এখন স্বান্তনা খোঁজার চেষ্টা করছে শেষ ম্যাচকে ঘিরে। এমন সমীকরণ নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও গাজী টিভি।

প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে সিরিজের সব ম্যাচে হারের শঙ্কায় পড়েছে পাকিস্তান। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে চাপে থাকা দলটি স্বান্তনা খুঁজছে নিউজিল্যান্ডের ‘বাংলাওয়াশ’ থেকে। ২০১০ সালে বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-০ ব্যবধানে হেরেছিল কিউইরা। অন্য ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। মাশরাফি-সাকিবদের সামনে আবারো বাংলাওয়াশের হাতছানি। এমন উপলক্ষ্য নিশ্চয় হেলায় হারাতে চাইবে না স্বাগতিকরা।

মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ

Tags: