muktijoddhar kantho logo l o a d i n g

নিকলী

নিকলীতে নৌকায় আগুন লেগে মাঝির মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী উপজেলার শিংপুর ইউনিয়নে নৌকায় আগুন লেগে ঘটনাস্থলেই মারা গেছেন জহুর উদ্দিন (৪২) নামে এক মাঝি। দগ্ধ হয়েছেন তার ছেলেসহ ৪জন।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুর দেড়টায় নিকলী উপজেলা চেয়ারম্যান এ.এম.রুহুল কুদ্দুস ভূঞা (জনি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত জহুর উদ্দিন নিকলী উপজেলা সদরের মগলহাটি গ্রামের করিম উদ্দিনের ছেলে। গুরুতর আহতরা হলেন- নিহত জহুর উদ্দিনের ছেলে বাপ্পি, নিকলী সদরের আবু সামার ছেলে আবুল হাশেম, নিকলী সদরের ইসরাফিলের ছেলে তারেক ও জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) শিংপুর বাজারে মেলা ছিল। মেলা শেষে জহুর উদ্দিন লোকজন নিয়ে শিংপুর বাজার ঘাটে ধনু নদীতে নৌকায় ঘুমিয়ে পড়েন। ভোরে নৌকায় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসেন এবং নৌকার ভিতর থেকে পাঁচজনকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থলেই মারা যান নৌকার মাঝি জহুর উদ্দিন।

ধারণা করা হচ্ছে, রাতে মশার কয়েল থেকে কম্বলে আগুন লেগে এ ঘটনার সূত্রপাত হয়েছে। পরে রান্নার কাজে ব্যবহৃত নৌকায় থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন পুরো নৌকায় ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

Tags: