ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিং তালিকায় প্রথমবারের মতো চতুর্থ স্থানে উঠেছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। একই সঙ্গে মোস্তাফিজুর রহমান ঢুকেছেন শীর্ষ দশে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মিরাজ। তিন ম্যাচে সাত উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়েছেন তিনি।
বাঁহাতি ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান ৬ উইকেট নিয়ে ১৯ নম্বর থেকে আটে চলে এসেছেন।
বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশি খেলোয়াড়দের উন্নতির চিত্র সবচেয়ে বেশি। এই দুজনের পাশাপাশি সাকিব আল হাসান ১৫ নম্বর থেকে উঠেছেন ১৩ নম্বরে।
ওডিআই অলরাউন্ডারদের তালিকায় সাকিব সেই আগের মতোই শীর্ষে রয়েছেন। তার পয়েন্ট ৪২০। রশিদ খান এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন।
সাকিবের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ নবির পয়েন্টে অনেক পার্থক্য। সাকিবের যেখানে ৪২০, নবির সেখানে ২৯৪। তিন নম্বরে আছে ক্রিস ওকস। চারে বেন স্টোকস। পাঁচে ইমাদ ওয়াসিম।