কিশোরগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও আওয়ামীলীগ প্রার্থী মাহমুদ পারভেজ দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় পৌরসভার বাস্তবায়নাধীন আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের স্বাস্থ্য কর্মীরা নবনির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
অদ্য ১ ফেব্রুয়ারী সকালে মেয়র মাহমুদ পারভেজের নিজ বাসভবনে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন নগর স্বাস্থ্য কেন্দ্র ১ ও ২ এর স্বাস্থ্য কর্মীরা।
এসময় উপস্তিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ ফাতেমাতুজ্জহুরা জেনি, মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া সুলতানা, ফিল্ড সুপারভাইজার রহমত আলী মন্ডল, ফিল্ড সুপারভাইজার সায়েদা বেগম, কাউন্সেলর নাহিদ সুলতানা, এডমিন কাম একাউন্টেন্ট আমিনুল ইসলাম রনি, এডমিন কাম একাউন্টেন্ট অজিত চন্দ্র দাস, প্যারামেডিক মমতাজ পারভীন, প্যারামেডিক ফারজানা আক্তার, রিসিপশনিষ্ট নুপুর আক্তার, ল্যাব টেকনোলজিস্ট আজিজুল হক, প্যারামেডিক মনোয়ারা পারভীন, কাউন্সেলর কামরুন্নাহার সহ প্রকল্প সংস্লিষ্ঠ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে কিশোরগঞ্জ পৌরসভার অধীনে আরবান প্রাইমারী হেলথ কেয়ার প্রকল্পের নগর স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা পৌর এলাকার দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছে। এছাড়াও ইপিআই কার্যক্রম, মা ও শিশু স্বাস্থ্যসেবা, নরমাল ও সিজারিয়ান ডেলিভারী সেবা স্বল্পমূল্যে দিয়ে আসছে।