muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

খুলনায় হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

গোপালগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান ওরফে টিটু শরীফকে কুপিয়ে হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রবিবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে ১৪ জন সাজাপ্রাপ্ত আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় রায়ে আরও ১৫ জনকে খালাস দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কর চৌধুরী ওরফে আকুবর, সোহেল চৌধুরী, শহিদুল শেখ, পলাশ খাঁ, তুহিন মোল্লা ওরফে মাহমুদ হাসান, সবুজ মোল্লা, মাসুদ মোল্লা, রফিকুল মোল্লা, নতুন চৌধুরী ওরফে রমজান, মশিউর চৌধুরী ওরফে চৌধুরী মশিউর রহমান, অলিউল্লাহ ওরফে বাবু চৌধুরী, তরিকুল সরদার ও জিহাদ চৌধুরী।

জানা যায়, জমিজমা সংক্রান্ত বিবাদে ২০১৮ সালের ১ জুলাই দুপুরে নড়াইল জেলার নড়াগাতী চর শিংগাতী এলাকায় শরীফ ব্রিকস ও শরীফ ফিসারিজের পরিচালক টিটু শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই আশিকুজ্জামান ২ জুলাই নড়াগাতি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা নড়াগাতী থানার এসআই নিমাই চন্দ্র মন্ডল ২০১৯ সালের ২৪ জুলাই ৩১ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচার চলাকালে ৩৬ জন সাক্ষীর মধ্যে ৩১ জন সাক্ষ্য প্রদান করেন।

Tags: