আজ (৪ই ফেব্রুয়ারি) উপজেলা কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসানের সভাপতিত্বে পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর নির্মাণ কাজের উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য জনাব নুর মোহাম্মদ এমপি। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিসবাহ উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন,পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন,নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
প্রধান অতিথি জনাব নুর মোহাম্মদ এমপি তার বক্তব্যে বলেন – এটা কোনো ভবন নয় এটা মুক্তিযোদ্ধের সাক্ষর।১শত বছর পরও ভবন নতুন প্রজন্ম দেখে মুক্তিযোদ্ধাদের স্বরন করবে।
উল্লেখ ভবনটি নির্মাণ করতে ২২,৫২,৫১০ টাকা ব্যয় হবে।
Tags: