muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ভাসানচরের উদ্দেশে উখিয়া ছাড়ল ৯০০ রোহিঙ্গা

কক্সবাজারের উখিয়া থেকে চতুর্থ দফায় প্রথম ধাপে ২২টি বাসে করে প্রায় ৯০০ রোহিঙ্গা নোয়াখালীর ভাসনচরের উদ্দেশে রওনা হয়েছেন।

রবিবার দুপুর ১২টার দিকে উখিয়ার কলেজ মাঠ থেকে তারা রওনা হন।

আজ এসব রোহিঙ্গারা চট্টগ্রামে থাকবেন। সোমবার সকাল ৯টায় নৌবাহিনীর তত্ত্বাবধানে জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশে রওনা হবেন।

এবার ভাসানচরে যাচ্ছেন উখিয়ার বালুখালী ক্যাম্প নম্বর-৮ (পূর্ব), ৯, ১০, ১১, ১২ ও ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দারা।

চতুর্থ দফায় তিন হাজারেরও বেশি রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে ভাসানচরে স্থানান্তরের কথা রয়েছে।

এর আগে তিন দফায় রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হয়েছে। আবার সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী ৩০৬ রোহিঙ্গাকে সাগর থেকে উদ্ধার করে ভাসানচরে পাঠানো হয়।

চলতি মাসের শেষ সপ্তাহে পঞ্চম দফায় উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের আরও একটি দলকে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Tags: