muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সংরক্ষণ নয়, টিকার প্রথম ডোজই চলবে

করোনার টিকা দ্বিতীয় ডোজের জন্য সংরক্ষণ না করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রথম ডোজ দেয়া চালিয়ে যেতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারাদেশে চলমান টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে জানানো যাচ্ছে যে, চলমান কোভিড-১৯ টিকাদান কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নিম্নলিখিত নির্দেশ অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশগুলো হলো

১. বিতরণ করা সব টিকা ২য় ডোজের জন্য সংরক্ষণ না করে ১ম ডোজ হিসেবে দেয়ার নির্দেশনা দেয়া হচ্ছে। নিবন্ধন ও ১ম ডোজের টিকা দেয়া পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলমান থাকবে।

২. কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম (১ম) ডোজ দেয়ার চার সপ্তাহের পরিবর্তে আট (৮) সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দিতে হবে।

Tags: