muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

৭ কলেজের পরীক্ষা চলবে, আন্দোলন প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স শেষ বর্ষ এবং তৃতীয় বর্ষের চলমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে রাজধানীর নিউ মার্কেট-নীলক্ষেত মোড়ে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা।

এর আগে দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন কর্তৃপক্ষ। বৈঠক শেষে রাজধানীর সাত কলেজের দায়িত্বরত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল বাংলা ট্রিবিউনকে জানান, সাত কলেজের চলমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজকের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল, সেটি কবে নেওয়া হবে পরবর্তীতে জানিয়ে তা দেওয়া হবে।’

পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত জানার পর আন্দোলনরত শিক্ষার্থীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। জানতে চাইলে ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সজীব বলেন, ‘আমাদের দাবি মেনে নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। পরীক্ষা পুনরায় নেওয়ার খবর শুনে খুব ভালো লাগছে।’

শিক্ষার্থীরা বুধবার সকাল ৯টা থেকে নীলক্ষেত-নিউমার্কেট মোড়ে সড়ক অবরোধ করে রাখায় বিকাল চারটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Tags: