জাপানি নাগরিক হোশি কোনিও হত্যাসহ বিদেশি নাগরিক হত্যা মামলার তদন্ত কাজ প্রায় শেষের দিকে মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, দ্রুত এসব মামলার চার্জশিট দেওয়া হবে।
আজ সোমবার বিকেলে রংপুরে পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি আরো বলেন, রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিওসহ ঢাকায় ইতালি নাগরিক খুনের ঘটনায় আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তদন্ত কাজ প্রায় শেষ। খুব শিগগিরই মামলার চার্জশিট দেওয়া হবে। এসব মামলায় এরই মধ্যে অধিকাংশ আসামিদের গ্রেফতার করা হয়েছে। তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আদালতে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ প্রধান বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু মন্ত্রিপরিষদ বৈঠকে পাস হওয়ার অপেক্ষায়। এরপরই জনবল নিয়োগসহ অবকাঠামো প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআইজি হুমায়ুন কবির, পুলিশ সুপার আবদুর রাজ্জাক, জেলা প্রশাসক আবদুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/08-02-2016/মইনুল হোসেন