muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ জনগণ যাতে দ্রুত ন্যায়বিচার পায় সে লক্ষ্যে নিষ্ঠার সাথে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহবান জানিয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস’কে জানান, আজ বাংলাদেশ বার কাউন্সিলের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান।
বার কাউন্সিল প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন সভাপতি ও এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ভাইস-চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, আবদুল মতিন খসরু, এস এম রেজাউল করিম, জেড আই খান পান্না ও কাজী নজিবউল্লাহ হিরু।
আবদুল বাসেত মজুমদার বার কাউন্সিলের বিভিন্ন কর্মকান্ড এবং আইনজীবীদের কল্যাণে বার কাউন্সিল গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বিচার বিভাগের জন্য বার কাউন্সিলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, বার কাউন্সিলের বর্তমান নেতৃত্ব আইনজীবীদের কল্যাণে ভূমিকা রাখতে সক্ষম হবে।
প্রতিনিধিদলটি বাংলাদেশ বার কাউন্সিলের উন্নয়নে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

Tags: