muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

মুক্তিযুদ্ধকালে সুশীল কৈরালার ভূমিকা বাংলাদেশ কখনো ভুলবে না : প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, মুক্তিযুদ্ধকালে সুশীল কৈরালার ভূমিকা বাংলাদেশ কখনো ভুলবে না।

নেপালী কংগ্রেসের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাম চন্দ্র পুদেল-এর কাছে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধকালে তার সাহসী ও নিঃস্বার্থ ভূমিকার কথা কখনো ভুলবো না। বাংলাদেশ আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে তার ভূমিকার স্বীকৃতি ও মর্যাদা প্রদানের জন্য বাংলাদেশের বন্ধু হিসেবে তাকে সম্মান প্রদর্শন করার জন্য গর্বিত।
তিনি বলেন, আমরা নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও নেপালী কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট সুশীল কৈরালার অপ্রত্যাশিত মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত।
বাংলাদেশের সরকার ও জনগণ এবং আমার পক্ষ থেকে আমি আপনার কাছে এবং নেপালী কংগ্রেস ও নেপালের জনগণের প্রতি আমাদের গভীর শোক জানাচ্ছি।
নেপালের সিনিয়র স্টেটম্যান ও জনপ্রিয় নেতা সুশীল কৈরালার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শেখ হাসিনা বলেন, সুশীল কৈরালা বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতাদের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছেন। আমরা এ অঞ্চলের নেতা হিসেবে তার উপস্থিতি থেকে বঞ্চিত হবো।
শেখ হাসিনা বলেন, সুশীল কৈরালা সংবিধান প্রণয়নের পক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে নেপালের ইতিহাসের সংকটময় মুহূর্তে দেশের হাল ধরেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি ২০১৫ সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্পের পর দেশের চ্যালেঞ্জিং সময়ে দেশ পরিচালনায় দৃঢ় নেতৃত্ব ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
তিনি বলেন, তার মৃত্যু কেবল নেপাল নয়, বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলেই শূন্যতই সৃষ্টি করবে।
তিনি বলেন, আমরা তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। আমরা আরো প্রার্থনা করছি যে, সর্বশক্তিমান তার আত্মীয়-স্বজন ও নেপালের জনগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও সাহস যোগাবে।

Tags: