muktijoddhar kantho logo l o a d i n g

লাইফ স্টাইল

গর্ভাবস্থায় প্যারাসিটামল খেলে, শিশুর হাঁপানিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা

গর্ভাবস্থায় মায়েরা যদি অতিরিক্ত প্যারাসিটামল খান, তাহলে তাঁদের শিশুদের হাঁপানির রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। সম্প্রতি নরওয়ে মা এবং শিশু নিয়ে হওয়া এক গবেষণা থেকে উঠে এসেছে এই তথ্য। এই গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় যেসমস্ত মায়েরা জ্বর, সর্দি-কাশি বা ব্যথার জন্যে প্যারাসিটামল খেয়েছেন, তাঁদের সন্তানদের মধ্যে তিন বছর বয়স থেকেই হাঁপানির মতো অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে।
বর্তমানে প্রায় ১ লক্ষ ১৪ হাজার ৫০০-র মতো শিশু হাঁপানির অসুখে আক্রান্ত। তিন থেকে সাত বছর বয়সের শিশুদের মধ্যে এই প্রবণতা প্রবল। গবেষণা থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, তিন বছর বয়সে প্রায় ৫.৭ শতাংশ শিশু এই অসুখে আক্রান্ত। এদিকে ৫.১ শতাংশ শিশু যাদের বয়স সাতের আশেপাশে, তাদের মধ্যে এই অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও দেখা গিয়েছে।
গবেষণা বলছে, একজন মা যদি একের বেশি সমস্যায় আক্রান্ত হওয়ার জন্যে গর্ভাবস্থায় একাধিকবার প্যারাসিটামল নিয়ে থাকেন, তাহলে তাঁর শিশুর তিন বছর বয়স হলেই এই অসুখের প্রবণতা দেখতে পাওয়া যাবে। এই সংক্রান্ত তথ্য এপিডেমিওলজির আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।

সূত্র: এবিপি আনন্দ

Tags: