muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের সুষ্ঠু চর্চা নিশ্চিত করার আহ্বান জানালেন রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

রাষ্ট্রপতি আবদুল হামিদ ইউনিয়ন পরিষদকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান অভিহিত করে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের সুষ্ঠু চর্চা নিশ্চিত করতে স্থানীয় সরকার নির্বাচনে যাতে উপযুক্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারে তার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীবউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসসকে একথা জানিয়েছেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী।
রাষ্ট্রপতি ইসিকে একটি সাংবিধানিক সংস্থা উল্লেখ করে কমিশনকে তার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে কাজ করার পরামর্শ দেন।
সাক্ষাতকালে প্রতিনিধি দলটি রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, কমিশন এ বছরের মার্চ থেকে জুন মাসের মধ্যে ছয় দফায় ৪ হাজার দুইশ’ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে।
প্রতিনিধি দল জানায়, কমিশন ইউনিয়ন পরিষদ (নির্বাচন পরিচালনা) আইন-২০১৬ ও ইউনিয়ন পরিষদ আচরণ বিধি-২০১৬ সংশোধন করেছে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) এ্যাক্ট ২০০৯-এর স্থানীয় সরকার নির্বাচনকে অংশত দলীয় রূপ দেয়া হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন আইন ও আচরণ বিধিতে পরিবর্তন এনেছে।
প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে ইসি’র সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে এবং তাদের কর্তব্য পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
তারা আরো বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে কমিশন প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১০-০২-২০১৬ইং/ অর্থ

Tags: