muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

দেশে শিক্ষার মান কমে যাচ্ছে : অভিযোগ রওশন এরশাদের

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকমঃ

জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দেশে শিক্ষার মান কমে যাচ্ছে অভিযোগ করে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দাবি করেছেন, দেশে শিক্ষার মান অনেক বেড়েছে। তবে যুগের সঙ্গে তাল মেলাতে যে মান থাকা প্রয়োজন সেটা নেই। শিক্ষার গুণগত মান অর্জনই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের সুযোগ নেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, দেশে শিক্ষার মান কমে যাচ্ছে। বিশ্বের ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নেই। এরপর ঢালাওভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী কি কখনো ঢাকার বাইরে গিয়ে দেখেছেন বিশ্ববিদ্যালয়গুলোর মান কী?

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আজও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। প্রতিনিয়ত আমি স্কুল-কলেজ-মাদ্রাসায় যাই। নিয়মিত খোঁজ-খবর রাখি। ফলে এ বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি আরো বলেন, মানসম্মত শিক্ষাই বড় কথা। আমরা সেটা নিশ্চিত করতে চাই। সে লক্ষ্যে কাজ চলছে। শিক্ষার গুণগত মান অর্জনই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।

সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা নেই। তবে অন্য ক্ষেত্রে এ ধরনের অভিযোগ আছে। অভিযোগের সত্যতা পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি।

হুইপ আতিউর রহমান আতিকের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ আজ অর্থ পেলে কালই সকল স্কুল-কলেজ এমপিওভুক্ত করার ঘোষণা দেন

Tags: