muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

৪১তম বিসিএস পরীক্ষায় অনুপস্থিত ১ লাখ

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় ১ লাখ পরীক্ষার্থী অংশ নেননি।

রোববার (২১ মার্চ) সরকারি কর্ম কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশনের তথ্য মতে, পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন। অনুপস্থিত ছিলেন ৯৯ হাজার ৬০৬ জন। অর্থাৎ ২৪.৬২ শতাংশ অনুপস্থিত ছিল।

কমিশন বলছে, গত ১৯ মার্চ ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানিয়েছেন, আশা করা যায়, দুই মাসের মধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা যাবে।

Tags: