muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

অবৈধ সম্পর্কের জেরে যুবক খুন, প্রেমিকাসহ ৫ জনের মৃত্যুদণ্ড

প্রায় ১০ বছর আগে ঢাকা জেলার ধামরাইয়ে অবৈধ সম্পর্কের জেরে পরকীয়া প্রেমিক সোহেল নামে এক যুবককে খুনের মামলায় শিল্পী আক্তারসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ ইসমত জাহান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- ঈসমাইল, আব্দুল মজিদ, নুর আলম এবং সুমন।

আসামিদের মধে প্রথম তিনজন আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। শেষের দুইজন পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা ইস্যু করেছেন।

সংশ্লিষ্ট আদালতে সহকারী পাবলিক প্রসিকিউট শাকিলা জিয়াছমিন (মিতু) বলেন, ‘শিল্পীর স্বামী সৌদি আরবে থাকত। সে সুযোগে শিল্পীর সঙ্গে সোহেলের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অন্যান্য আসামিরাও শিল্পীকে পছন্দ করত। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর শিল্পী সোহেলকে বাড়িতে ডেকে আনে। এপর তারা সবাই মিলে সোহেলকে খুন করে।’

শাকিলা জিয়াছমিন (মিতু) বলেন, ‘সোহেলকে খুনের ঘটনায় তার ভাই রকিবুল ইসলাম ধামরাই থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে পুলিশ চার্জশিট দাখিল করে। এরপর আদালত চার্জগঠন করে আসামিদের বিচার শুরু করেন। ১৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিলেন।’

Tags: