মোদিবিরোধী বিক্ষোভ ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের ঘটনায় ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে।
রাজধানীর পল্টন থানায় এ মামলা হয় বলে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, ২৬ মার্চ রাতে মামলা হয়। মামলায় ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ হয়। পুলিশ ও সরকারি দলের কর্মীদের সঙ্গে মুসল্লিদের ওই সংঘর্ষে কমপক্ষে ৭০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পরপর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেটের সিঁড়িতে মোদিবিরোধী স্লোগান দিতে থাকে মুসল্লিদের একটা অংশ। এদের মধ্যে ধর্মভিত্তিক বিভিন্ন দলের নেতাকর্মীরাও ছিলেন।
এ সময় মুসল্লির বেশে মসজিদ এবং মসজিদ ফটকের আশপাশে অবস্থান নেওয়া সরকারি দলের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিক্ষোভকারীদের মারধর করতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়লে শুক্র ও শনিবার সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হন। এছাড়া রবিবার হেফাজতে ইসলামের ডাকা হরতালে আরও তিনজন নিহত হন।