muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

এগিয়েছে বাংলাদেশ, পিছিয়েছে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে র‍্যাংকিং প্রকাশিত হয়েছে। বুধবার প্রকাশিত র‍্যাংকিং তালিকায় বাংলাদেশ এগিয়েছে। তবে পিছিয়েছে জাদুকর মেসির দল আর্জেন্টিনা।

১৮৬তম স্থান থেকে এগিয়ে লাল-সবুজের বাংলাদেশের অবস্থান এখন ১৮৪। তাদের মোট পয়েন্ট ৯১৭.৩৮। জামাল ভুইয়াদের এই উন্নতিতে বেশ অবদান আছে জেমি ডে-র।

এদিকে ফুটবলের সর্বোচ্চ সংস্থার সেরাদের তালিকায় শীর্ষ ৬ দলের অবস্থান অপরিবর্তিত। শীর্ষ স্থানে থাকা বেলজিয়ামের পয়েন্ট ১ হাজার ৭৮৩. .৩৮। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ১ হাজার ৭৫৭.৩। ১ হাজার ৭৪২.৬৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।

ইংল্যান্ড ৪, পর্তুগাল ৫ ও স্পেন রয়েছে ৬ নম্বরে। যথাক্রমে তাদের পয়েন্ট হচ্ছে ১ হাজার ৬৮৬.৭৮, ১ হাজার ৬৬৬.১২ ও ১ হাজার ৬৪৮.১৩। চার ধাপ এগিয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলে উঠে এসেছে ইতালি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট সংখ্যা ১ হাজার ৬৪২.০৬। একধাপ নিচে অষ্টম স্থানে নেমে যাওয়া লিওনেল মেসির আর্জেন্টিনার পয়েন্ট ১ হাজার ৬৪১.৯৫।

Tags: