muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

দুই ডোজ টিকা গ্রহীতারা পাবেন ভ্যাকসিন পাসপোর্ট

আইিসটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনার দুই ডোজ টিকা গ্রহীতাদের ভ্যাকসিন পাসপোর্ট দেবে সরকার।

বৃহস্পতিবার দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘টিকা পেতে নিবন্ধন আরও সহজ করা হয়েছে। প্রথমদিকে অ্যাপে কিছু সমস্যা হলেও এখন আর কোন সমস্যা হবে না।’

টিকা নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে পলক জানান, অপপ্রচার বন্ধে তিনি নিজ আগ্রহেই টিকা নিয়েছেন। টিকা নিয়ে অপপ্রচারে জনগণকে কান না দেয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৩ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে গত বছর নভেম্বরে চুক্তি করে বাংলাদেশ। চুক্তির আওতায় দুই চালানে ৭০ লাখ ডোজ বাংলাদেশ হাতে পেয়েছে।

ভারত সরকারের দুই দফা উপহারের ৩২ লাখ ডোজ মিলে ১ কোটি ২ লাখ ডোজ টিকা আসে দেশে। এ পর্যন্ত মোট ৫৫ লাখ ৩৯ হাজার ৪৯৪ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ দেয়ার জন্য ৪২ লাখ টিকা মজুদ রাখা হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Tags: