muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

শুক্রবার থেকে খুলছে দোকান-শপিংমল

ব্যবসায়ীদের দাবি মেনে কঠোর শর্তসাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল থেকে দোকানপাট খোলা রাখা যাবে।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধ করতে শর্তসাপেক্ষে আগামী ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত শপিংমল-দোকানপাট খোলা রাখা যাবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: