muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

চলাচলে নিষেধাজ্ঞা বাড়িয়ে নতুন আদেশ

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চলমান নিষেধাজ্ঞা বাড়িয়ে নতুন আদেশ জারি করেছে সরকার। এ আদেশ অনুযায়ী চলমান বিধিনিষেধ আগামী বুধবার ভোর ৬টা পর্যন্ত চালু থাকবে। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগে কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সূত্রস্থ (১) ও (২) নম্বর স্মারকের অনুবৃত্তিক্রমে নিষেধাজ্ঞা আরোপ আগামী ১৪ এপ্রিল, ২০২১ তারিখ ভোর ৬টা পর্যন্ত বর্ধিত করা হলো।

এর আগে আজ সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘চলমান লকডাউন আজ শেষ হচ্ছে না। চলবে আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত। আর ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।’

১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে–জানতে ওবায়দুল কাদের বলেন, ‘প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা থাকবে ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত।’

Tags: