muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

লঙ্কা সফরে ব্যাটিং নিয়েই চিন্তা মুমিনুলের

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অর্জন এখন পর্যন্ত শূন্য। হোমে সর্বশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ০-২ এ হোয়াইট ওয়াশ হয়ে এবার বাংলাদেশ দল শ্রীলংকা সফরে কঠিন মিশনে। সিরিজ হারলেও বোলিং নিয়ে উদ্বেগের খুব বেশি কিছু দেখছেন না মুমিনুল হক। বাংলাদেশ টেস্ট অধিনায়কের দুর্ভাবনায় জায়গা জুড়ে আছে ব্যাটিং। দেশের বাইরে সবশেষ পাঁচ টেস্টেই যে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ!

এই আট ইনিংসে কেউ সেঞ্চুরি করতে পারেননি। এমতাবস্থায় সামনে আবার শ্রীলঙ্কা সফর। যে সফরে থাকছেন না সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান। সফরে যাওয়ার আগে বাংলাদেশ টেস্ট অধিনায়কের কপালে চিন্তার ভাঁজ। তার চিন্তায় আছে দলের বাজে ব্যাটিং। যদিও বোলিং নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক।

আগামীকাল শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা। তার আগে আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক জানালেন তার দুর্ভাবনার কথা, ‘ব্যাটিংটা অনেক গুরুত্বপূর্ণ। খালি বোলিং নয়। শেষ দুই-তিনটা সিরিজে ব্যাটিংটা তেমন আশানুরূপ হয়নি, যেটা আমাদের প্রত্যাশা ছিল ছিল। আমার কাছে ব্যাটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি সর্বশেষ চার-পাঁচটা সিরিজ দেখেন, পেস বোলাররা খুবই ভালো করছে, এমনকি স্পিনাররাও। ওই হিসেবে চিন্তা করলে আমি বোলারদের নিয়ে খুব খুশি।’

শ্রীলঙ্কার পাল্লেকেলেতে কখনও টেস্ট খেলেনি বাংলাদেশ। ২০১৮ সালের নভেম্বরে এই মাঠে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে দেখা গেছে স্পিনারদের রাজত্ব। নতুন মাঠ নিয়ে মুমিনুল বলেন, ‘আমি আগে ওখানে খেলিনি। প্রথম যখন হয় (স্টেডিয়াম), অনূর্ধ্ব-১৯ দলে থাকার সময়, ২০০৮ বা ২০০৯ সালে, তখন খেলেছি। এখন শুনেছি যে, একটু বাউন্স আছে। একটু ঘাস থাকতে পারে। শ্রীলঙ্কার উইকেট যেমন থাকে স্পোর্টিং, ওইরকমই। আমার মনে হয়, খুব ভালো ক্রিকেট হবে এবং চ্যালেঞ্জিং হবে।’

Tags: