মহামারি করোনাভাইরাসের টিকার জন্য ভারতবিহীন ৬ দেশকে নিয়ে চীনের নতুন জোট গঠনের প্রস্তাবে সায় দিয়েছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপরে দেশের একটি গণমাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, দেশের স্থানীয় ফার্মাসিউটিক্যালসগুলোর সঙ্গে স্পুটুনিক ভি ভ্যাকসিন উৎপাদনে যেতে প্রস্তাব দিয়েছে রাশিয়া। বাংলাদেশ এতে আগ্রহ প্রকাশ করলেও এখনো তা চূড়ান্ত হয়নি। টীকার বিকল্প উৎস খুঁজতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। সূত্র- চ্যানেল২৪
Tags: