করোনা ভ্যাকসিনের সংকট কাটাতে ভারত উৎপাদন বাড়াচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
তিনি বলেন, ‘ভ্যাকসিনের জন্য বাংলাদেশ-ভারত সম্পর্কে ভাটা পড়বে না। এই মুহূর্তে ভারতই ভ্যাকসিন সংকটে আছে।’
‘তবে উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশে ভ্যাকসিন রপ্তানি করা হবে’ যোগ করেন ভারতীয় হাইকমিশনার।
বৃহস্পতিবার সকালে ভারত থেকে চার দিনের ছুটি কাটিয়ে সড়ক পথে ঢাকা ফেরার পথে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দোরাইস্বামী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহের চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী ৭০ লাখ টিকা সরবরাহ করা হয়েছে। বাকি টিকাগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে।
এর আগে ভারতীয় হাইকমিশনারকে দু’দেশের শূন্যরেখায় স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর এ আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
গত ১৮ এপ্রিল বিক্রম দোরাইস্বামী আখাউড়া স্থলবন্দর হয়ে ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন।