muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

দেশে আরেক দফা ইন্টারনেটের দাম কমছে

internet
দেশে মোবাইলফোন অপারেটরগুলোর আয়ের উল্লেখযোগ্য অংশ ইন্টারনেট সেবা থেকে আসায় অপারেটরগুলো ইন্টারনেট বা ডাটা সার্ভিস নিয়ে নতুন করে হিসাব-নিকাশ করতে শুরু করেছে।

দেশের সবচেয়ে বড় মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন সম্প্রতি ইন্টারনেটের দাম কমিয়েছে। আরেক অপারেটর রবি নতুন প্যাকেজ পরিকল্পনা করছে। জানা গেছে, রাষ্ট্রায়াত্ত মোবাইল অপারেটর টেলিটক হালে সবচেয়ে কম দামে ইন্টারনেট সেবা দিচ্ছে। অন্যদিকে বাংলালিংক ও এয়ারটেলের দাবি, অন্যান্য অপারেটরের চেয়ে তারা সাশ্রয়ী মূল্যে আগের তুলনায় বেশি ইন্টারনেট সেবা দিচ্ছে।
গত ৩০ মার্চ ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দেয় গ্রামীণফোন। এক গিগা ইন্টারনেটের দাম ৩০০ টাকা থেকে কমিয়ে ২৭৫ এবং দুই গিগার দাম ৪০০ থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ করে। সব ধরনের গ্রাহককে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে এ দুটি প্যাকেজসহ মোট সাতটি প্যাকেজ পুনর্বিন্যাস করে অপারেটরটি।

মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ

Tags: