muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে নৌ পরিবহন মন্ত্রি শাজাহান খান : পাকিস্তানের দুতাবাস এখন কাশিমবাজারের কুঠি

রুমন চক্রবর্তী (স্টাফ রিপোর্টার) : নৌ পরিবহন মন্ত্রি শাজাহান খান এমপি বলেছেন, ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ১৯৫ জন পাক সেনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

সেই সাথে পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা ৩২ হাজার কোটি টাকা আদায়ে পদক্ষেপ নেয়া হবে। এছাড়া বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানী সেনাদেরও ফেরত পাঠানো হবে।
তিনি রোববার রাতে জেলা শহরের একরামপুর এলাকায় কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন এর কার্যালয়ে সংগঠনের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি আরো বলেন, স্বাধীনতার ৪৪ বছর পরও পাকিস্তানীরা বাংলাদেশে বসে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ঢাকাস্থ পাকিস্তানের দুতাবাস এখন কাশিমবাজারের কুঠিতে পরিণত হয়েছে। পাকিস্তানি এজেন্টরা বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় জ্বাল মুদ্রা ছড়িয়ে ও জঙ্গিদের মদদদানের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাচ্ছে।
নৌ পরিবহন মন্ত্রি শাজাহান খান বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, তিনি দেশে ধর্মের নামে জঙ্গিবাদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। এ কারণেই মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বোমা হামলা হচ্ছে। কোরআন শরীফ ও জায়নামাজ পুড়ানো হচ্ছে।
তিনি আরো বলেন, এর আগে গত বছর টানা অবরোধের নামে সহিংসতা চালিয়ে ৯২জন পরিবহন শ্রমিক এবং নারী ও শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করেছেন। উনার উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতায় যাওয়া। কিন্তু গণবিরোধী কার্যকলাপের কারণে জনগণের রুদ্ররোষে খালেদা জিয়ার উদ্দেশ্য সফল হয়নি এবং হরতাল-অবরোধ অকার্যকর হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে তিনি পরাজিত হয়ে বাড়ি ফিরেছিলেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রি মুজিবুল হক চুন্নু বলেন, সরকার শ্রমিকদের জন্য টঙ্গী ও নারায়নগঞ্জে ৩০০ শয্যা করে দু’টি হাসপাতালসহ বিভিন্ন কল্যাণমুলক কর্মসূচী গ্রহন করেছে।
প্রবীণ শ্রমিক নেতা, কামরুজ্জামান বদরু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ প্রশাসক মো. জিল্লুর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত রোকেয়া প্রাচী এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী বক্তব্য রাখেন। সভার শুরুতেই কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ পাঠ করান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রি মুজিবুল হক চুন্নু।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/১৫-০২-২০১৬ইং/মইনুল হোসেন

Tags: