লকডাউনের আদলে দেওয়া চলমান বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত অব্যাহত থাকবে। তবে আগামী ৬ মে থেকে নগরী ও জেলা শহরগুলোতে গণপরিবহন চলবে। আন্তঃজেলা গণপরিবহন এবং ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা জানিয়েছেন।
এছাড়া বাড়ি যাওয়া ঠেকাতে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি কেবল তিন দিন দিতে কারখানা মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
দোকান ও শপিংমলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পুলিশ ও স্থানীয় প্রশাসন তদারকি করবে। এর ব্যত্যয় ঘটলে তাৎক্ষণিক সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
চলতি বছর ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকে এবং মার্চের শুরুতে এসে সেটি তীব্র আকার ধারণ করে।
সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে প্রথম দফায় সাত দিনের জন্য ‘বিধিনিষেধ’ শুরু হয়। পরে আরও দুই দিন বাড়িয়ে শেষ হয় ১৩ এপ্রিল। এরপর ১৪ এপ্রিল থেকে দ্বিতীয় ‘কঠোর বিধিনিষেধ’ ঘোষণা করে সরকার যা কয়েক দফা বাড়িয়ে ১৬ মে করা হলো।