কিশোরগঞ্জে দুইটি নকল স্বর্ণের বারসহ মজিবুর মিয়া (৩৫) ও হারুন মিয়া (২৮) নামে দুই প্রতারককে আটক করেছে র্যাব।
সোমবার (০৩ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা মোড় সংলগ্ন ইসলামিয়া সুপার মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া এলাকার আব্দুর রাশিদ মিয়ার ছেলে মজিবুর মিয়া (৩৫) ও একই এলাকার আলী আকবরের ছেলে হারুন মিয়া (২৮)।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট এম শোভন খান জানান, সকালে এক ভুক্তভোগী নারী প্রতারণার শিকার হয়ে র্যাবকে জানান। পরে গোয়েন্দা নজরদারি করে দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা মোড় সংলগ্ন ইসলামিয়া সুপার মার্কেটের সামনে থেকে ওই ২ প্রতারককে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি নকল স্বর্ণের বার এবং প্রতারণার শিকার ওই নারীর দুইটি স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, নকল স্বর্ণের বারের মাধমে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটক প্রতারকদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।