রুমন চক্রবর্তী, (স্টাফ রিপোর্টার):
কিশোরগঞ্জে সংখ্যালঘু শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সাধারণ শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসীর ব্যানারে আজ দুপুর ১২টায় জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকায় এ কর্মসূচি শুরু হয়।
ঘন্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ন দত্ত প্রদীপ, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ডেপুটি ইউনিট কমান্ডার মো. আব্দুল মান্নান ও শহীদ পরিবারের পক্ষে বীর নারী ঊষা রানী দেবী।
বক্তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের সগড়া গ্রামে একই পরিবারের শহীদ হওয়া পন্ডিত বাড়ির বেদখল হয়ে যাওয়া প্রায় ৬ একর জমি আগামী ৭দিনের মধ্যে ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধারের দাবি জানান। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/15-02-2016/মইনুল হোসেন