muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা বন্ধের নির্দেশ

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা ও দোকান নির্মাণের কার্যক্রম আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলকে বলা হয়েছে। আদালতের রায় উপেক্ষা করে গাছ কাটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুই আইনজীবীর আনা ‘আদালত অবমাননার’ অভিযোগের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের উদ্দেশে বলেন, ২০ তারিখে আবেদনটি শুনানির জন্য আসবে। আপনি মৌখিকভাবে বলে দেবেন এ সময় পর্যন্ত যেন গাছ না কাটে। আপাতত যেন গাছ কাটা বন্ধ রাখা হয়।

‘আদালত অবমাননার’ অভিযোগ আনা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী মো. শামিম আখতার ও প্রধান স্থপতি মীর মনজুর রহমানের বিরুদ্ধে। বলা হয়েছে, আদালতের রায় উপেক্ষা করে উদ্যানের গাছ কাটায় সংশ্লিষ্ট ছিলেন তারা।

Tags: