কোয়াড নিয়ে সাংবাদিকদের কাছে মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন চীনা রাষ্ট্রদূত লি জিমিং। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এক বৈঠকে ব্যাখ্যা দেন জিমিং।
চীন থেকে আসা টিকা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে পদ্মায় যান চীনের রাষ্ট্রদূত। অনুষ্ঠান শেষে পদ্মাতে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়।
বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কোভিড সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে কোয়াড নিয়ে তার মন্তব্যের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন।
রাষ্ট্রদূত কী ব্যাখ্যা দিলেন জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ব্যাখ্যা কী দিয়েছেন সেটা আমরা মিডিয়ায় প্রকাশ করবো না।
উল্লেখ্য, সম্প্রতি কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাবের সঙ্গে মতবিনিময়কালে চীনা রাষ্ট্রদূত মন্তব্য করেন, বাংলাদেশ কোয়াডে যোগ দিলে চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে।