করোনাভাইরাস মহামারীর মধ্যে উদ্যাপিত হচ্ছে আরেকটি ঈদ। এবারও ঈদুল ফিতরের নামাজ স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে আদায় করা হচ্ছে।
প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ঈদগাহে নামাজ না হওয়ায় প্রধান ঈদ জামাত এখানেই অনুষ্ঠিত হয়।
বায়তুল মোকাররমে প্রথম ঈদ জামাত হয় শুক্রবার সকাল ৭টায়। এতে ইমামতি করেন মুফতি মিজানুর রহমান।
বিপুল সংখ্যক মুসল্লি এতে অংশ নেন। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে প্রবেশে মুসল্লিদের দীর্ঘ লাইন দেখা যায়। অবশ্য মসজিদে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করলেও বাইরে জটলা দেখা যায়।
এরপর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করেন মুফতি মুহিববুল্লাহিল বাকী নদভী।
তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। বেলা পৌনে ১১টায় পঞ্চম ও সর্বশেষ জামাত হওয়ার কথা রয়েছে।
বর্তমান করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ২৬ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদের ইমাম-খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।