muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

৪২ তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

৪২ তম বিসিএস (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়েছে। করোনা সংক্রমণ এড়াতে সরকারি বিধিনিষেধের কারণে বর্তমান পরিস্থিতিতে তা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধিনিষেধ শিথিল হওয়ার পর স্বল্পতম সময়ে মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

৪২ তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। আগামী ২৩ মে থেকে ৩০ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল।

Tags: