চীন ও রাশিয়া থেকে আমাদের করোনা টিকা পেতে দেরির কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অদক্ষতা। বৃহস্পতিবার এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও রাশিয়ার কাছ থেকে ভ্যাকসিন কিনতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরিতে অদক্ষতার কারণে এই দেরি হচ্ছে।
তিনি বলেন, ‘চীনের সঙ্গে বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে। চীন আমাদের কাছে তিনটি ডকুমেন্ট পাঠিয়েছিল। এর মধ্যে আমরা দুটি ডকুমেন্ট ফেরত পাঠিয়েছি। একটি বুধবার ফেরত পাঠিয়েছি। সেখানে একটি অংশ ছিল ইংরেজিতে ও আরেকটি ছিল চীনা ভাষায়। স্বাস্থ্য মন্ত্রণালয় সই করে ফেরত পাঠানোর সময়ে চীনা ভাষার অংশে সই করেছে। এটা জানার পর চীনা ভাষার অভিজ্ঞ একজনকে নিয়োগ দিয়ে সেটি সংশোধন করা হয়েছে’।
মন্ত্রী বলেন, ‘দিস আর লাউজি ওয়ার্ক এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এটি করেছে। এ জন্য দেরি হচ্ছে’।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনে আমাদের রাষ্ট্রদূত খুব হতাশ। তিনি এই নথিগুলো চূড়ান্ত করছেন। তিনি আমাকে স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের মুখ্য সচিবের কাছে এগুলো জানাতে স্মরণ করিয়ে দিয়েছেন। আশা করি আগামী সপ্তাহের মধ্যে চীনের সঙ্গে নথিগুলো চূড়ান্ত করা হবে’।
রাশিয়ার সঙ্গে চুক্তি বিষয়ে তিনি বলেন, ‘রাশিয়ার পাঠানো কয়েকটি নথি চূড়ান্ত করা হয়েছে, তবে আর কিছু করা হয়নি’।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দাম লিখে আবার পরিবর্তন করা হয়। তারা (রাশিয়া) নথিতে পরিবর্তন পছন্দ করে না। তারা একটি পরিষ্কার নথি চায়। যদি কোনও বিষয়ে আমাদের আপত্তি থাকে তবে আমাদের তা স্পষ্ট করেই করতে হবে’।