muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

হেফাজত নেতা কাসেমী ৪ দিনের রিমান্ডে

আট বছর আগে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির বিলুপ্ত অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীর চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২২ মে) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২১ মে) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।

Tags: