আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ না লেখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশ ইসরায়েল সম্পর্কে নীতি পরিবর্তন করেনি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
শনিবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ।
মন্ত্রী রোববার বলেন, মন্ত্রণালয় ছয় মাস আগে বাংলাদেশে নতুন পাসপোর্ট তৈরির আগে বিভিন্ন দেশের পাসপোর্ট পর্যবেক্ষণ করে।
তিনি বলেন, এটা সত্য যে, বিশ্বের আর কোনো দেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ এ কথাটি লেখা নেই। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে এ শব্দগুলো বাদ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, পাসপোর্ট হচ্ছে জাতীয় পরিচয়পত্র, এর ফলে বিদেশ নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন পাসপোর্টে ইসরায়েল ব্যতীত না লেখার অর্থ এই না যে বাংলাদেশ তার অবস্থা পরিবর্তন করেছে। বাংলাদেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয় না।’