• শুধু হার্টই নয় মস্তিষ্কও ভাল রাখে বেগুন। বেগুনে থাকা ফাইটোনিউট্রিন্টস মস্তিষ্কের কোষ সুস্থ রাখে।

• প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট এবং জল মজুত থাকায় বেগুন খেলে ত্বক সজীব এবং উজ্জ্বল থাকে। বলিরেখা আটকে দেয় বেগুন।

• প্রচুর পরিমানে ভিটামিন সি থাকায় ব্যাক্টেরিয়া প্রতিরোধে কার্যকরী বেগুন।

• ত্বকের ক্যানসারের আশঙ্কা কমিয়ে দেয় বেগুন।

• ত্বকের শুষ্কতা কমিয়ে নরম ভাবে এনে দেয় বেগুন।

• চুলের উজ্জ্বল ভাব এবং বাউন্স আনে বেগুন।