muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মুশফিক ১২৫, বাংলাদেশ ২৪৬

আবারো বাংলাদেশ দলকে পথ দেখালেন মুশফিকুর রহিম। এই উইকেটরক্ষক ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ পেল লড়ার মতো পুঁজি।

মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী শ্রীলঙ্কাকে ২৪৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৪৬ রানে থামে স্বাগতিকদের ইনিংস। মুশফিক একাই করেন ১২৫ রান। চারে খেলতে নেমে ১২৭ বলে ১০ চারে মুশফিক তার ইনিংস সাজান।

প্রথম ম্যাচেও দারুণ ব্যাট করেন মুশফিক। ৮৭ বলে খেলেন ৮৪ রানের ইনিংস। আরেকটু সাবধানী হলে হয়তো সেঞ্চুরিটাও পেয়ে যেতেন। তবে এ ম্যাচে আর আক্ষেপে পুড়তে হয়নি। ওয়ানডে ক্যারিয়ারে মুশফিকের এটি অষ্টম সেঞ্চুরি। যদিও দুই দফার বৃষ্টি শঙ্কাই তৈরি করেছিল তার সেঞ্চুরি পাওয়া নিয়ে।

মুশফিক আউট হন দলের শেষ ব্যাটসম্যান হিসেবে। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে গড়েন ৮৭ রানের ইনিংস। আট নম্বরে মোহাম্মদ সাইফউদ্দিনের সঙ্গে যোগ করেন ৪৮ রান।

মাহমুদউল্লাহ দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন। তার ৫৮ বলের ইনিংসে ছিল ১ চার ও ২ ছক্কা।

ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফিরে যান তামিম ইকবাল (১৩)। যদিও প্রথম ওভারেই ঝোড়ো ব্যাটিংয়ে ১৩ রান তুলে ফেলেন তিনি। দুষ্মন্ত চামিরা একই ওভারে তুলে নেন সাকিব আল হাসানকেও (০)।

লিটন দাস এদিন ৪২ বলে ২৫ রান করেন। মোহাম্মদ মিঠুনের বদলে একাদশে আসা মোসাদ্দেক হোসেন ১০ রান করেন ১২ বলে। আফিফ হোসেন ৯ বলে ১০ রান করেন। সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ৩০ বলে ১১ রান।

শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নেন দুষ্মন্ত চামিরা ও লাকশান সান্দাকান। ইসুরু উদানা নিয়েছেন ২ উইকেট।

Tags: