muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

শুরুতেই তামিম-সাকিবের বিদায়

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। দিনের শুরুটা আগ্রাসী হলেও স্থায়ীটা দীর্ঘ হয়নি। মাত্র দুই ওভারে দুই ব্যাটসম্যানকে হারিয়ে নড়বড়ে অবস্থায় স্বাগতিকরা। অন্যদিকে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছে লঙ্কান পেসাররা।

আজ মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ : ১৫/২ (২ ওভার)।

টসে জিতে ব্যাট করতে এসে আগ্রাসী মেজাজে শুরু করেন তামিম ইকবাল। প্রথম ওভারেই ইসুরু উদানাকে তিনবার বাউন্ডারি খেলে চতুর্থ বলে পয়েন্ট অঞ্চলে আশেন বান্দারার হাতে জীবন পান তিনি। পরের ওভারের প্রথম বলেই দুশমন্থ চামিরার লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি (১৩)। একই ওভারের তৃতীয় বলে শূন্য রানে সাকিব আল হাসানকেও ফেরান চামিরা।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ : কুশল জেনিথ পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিকালাকা, ধনঞ্জয় ডি সিলভা, আশেন বান্দারা, ইসুরু উদানা, লাকশান সান্দাকান, দাসুন শানাঙ্কা, আশেন বানদারা, ভানিন্দু হাসারাঙ্গা ও দুশমন্থ চামিরা।

Tags: